ঘূর্ণিঝড় ‘মিধিলি’
সিলেটে দিনভর বর্ষণে জনজীবন বিপর্যস্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ১১:২৬:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় ‘মিধিলি’-এর প্রভাবে সিলেটে গতকাল শুক্রবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে খেটে খাওয়া লোকজনকে পড়তে হয়েছে দুর্ভোগে। তবে, এ বৃষ্টিপাতে ফসলের তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার দিবাগত ভোররাত থেকেই সিলেট নগরীতে বৃষ্টিপাত শুরু হয়। জুমার দিন থাকায় মুসল্লীদের পড়তে হয় দুর্ভোগে। বৃষ্টিতে ভিজেই অনেকে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন।
অপরদিকে, নিম্ন আয়ের লোকজনের বেশি দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে নগরীর হাট-বাজারে ও ফুটপাতের দোকানগুলোতে পণ্য সাজিয়ে রাখলেও ক্রেতার সংখ্যা ছিল কম। রাতে সবজিসহ পঁচনশীল পণ্য অর্ধেকেরও কম দরে ক্রয় করার কথা জানিয়েছেন অনেকে।
এদিকে, ভুক্তভোগীরা অভিযোগ করেন, একদিকে বৃষ্টিতে দুর্ভোগ। আরেকদিকে বৃষ্টির কারণে রিক্সা ও অটোরিক্সার চালকরা ভাড়া দ্বিগুণ নিয়েছেন।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপকূল অতিক্রম করেছে। পরে এটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারাদেশের ন্যায় আজ শনিবারও সিলেট বিভাগের কোথাও কোথাও বর্ষণ হতে পারে।