শেখ হাসিনার নেতৃত্বে ভোট বিপ্লব ঘটাতে হবে : হাবিব এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ১২:৩৪:২৫ অপরাহ্ন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘উন্নয়নের সুফল পেতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। দেশের প্রতিটি জেলা উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ শেখ হাসিনার নেতৃত্বে ভোট বিপ্লব ঘটাতে হবে। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় এনে উন্নয়নের সুফল ভোগ করতে হবে। তা না হলে জামায়াত-বিএনপি আবারও নৈরাজ্য শুরু করে দেশটাকে ধ্বংস করে দেবে।’
গত বৃহস্পতিবার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ও সিলেট জেলা যুবলীগের সহ সম্পাদক আব্দুল কাইয়ূমের সার্বিক সহযোগিতায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বুলবুল আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, কোষাধ্যক্ষ মোঃ রফিক আলী, সদস্য লায়েক আহমদ জিকু। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ছন্দান মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক আশিক আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ লীগের সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল আহমদ, সুরমান আলী, আজিজুল মালিক আনহার প্রমুখ।-বিজ্ঞপ্তি