তামাবিল সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ১২:৪৫:৪২ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাং এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল শুক্রবার বেলা ১১টায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, সিলেট সদরের খাদিমপাড়া ৩ নম্বর রোড এলাকার মরহুম হযরত আলীর ছেলে বাদশা মিয়া (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৫০)। তারা উভয়ই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। আহত সিএনজি অটোরিকশাচালক একই এলাকার তাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৫)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী বাসের (সিলেট-ব ১১-০৬৫৫) সাথে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী সিএনজি অটোরিকশার (সিলেট-থ-১২-৯৫৮০) মুখোমুখি সংঘর্ষ হয়। তখন স্থানীয়রা আহত অটোরিকশাচালক ও যাত্রীদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত রোকেয়ার স্বামী বাদশা মিয়াকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।