‘আওয়ামী লীগের অধীনে দেশে কোন নির্বাচন হবে না’
সিলেটে হরতালের সমর্থনে জেলা ও মহানগর বিএনপির মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৭:১২:৪৯ অপরাহ্ন
নির্বাচনী তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে রোববার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে সিলেট নগরীতে মশাল মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর ধোপাদিঘীর পার এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পেপার পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ ২০১৪ সালে বিনা ভোটে এবং ২০১৮ সালে দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতা দখল করেছে। এখন তারা আরেকটি ভোট ডাকাতির প্রস্তুতি নিয়ে নিজেদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে প্রহসনের তফসিল ঘোষণা করেছে। দেশের সাধারণ মানুষ এই তফসিলকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বক্তারা সরকারকে অবিলম্বে পদত্যাগ করে, অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে, নির্বাচন কমিশন পুনর্গঠন করে, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিন। অন্যথায় মজলুম জনতা রাস্তায় নামলে পালানোর পথও খোঁজে পাবেন না।’
সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, রেজাউল হাসান কয়েস লোদি, আশিক চৌধুরী, নজিবুর রহমান নজিব, মঈনুদ্দিন সুহেল, মামুনুর রশীদ মামুন, হাসান পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশীদ, মুকুল মুর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, আব্দুল আহাদ খাঁন জামাল, শাহ নেওয়াজ বক্ত তারেক, সাঈদ আহমদ, মাহবুবুল হক চৌধুরী, মকসুদ আহমদ, নাদির খান, আব্দুল ওয়াদুদ মিলন, আব্দুল হাকিম, মনজুর হোসেন মনজু, মিজানুর রহমান মিজান, লুতফুর রহমান মোহন, খায়ের আহমদ খায়ের, শুয়াইব আহমদ শুয়েব, আব্দুল মুনিম ,মোঃ বাচ্চু মিয়া, মামুন ইবনে রাজ্জাক রাসেল, আব্দুল ওয়াহিদ সুহেল, শাকিল মুর্শেদ, তোফাজ্জল হোসেন বেলাল, আখতার হোসেন, আজিজুল হোসেন আজিজ, মির্জা সম্রাট হোসেন, আফসর খাঁন, লিটন আহমদ, সুহেল মাহমুদ, এমদাদুল হক স্বপন, আলম আহমদ, সুদিপ জ্যোতি এষ, ফজলে আহসান রাব্বী, দেলোয়ার হোসেন দিনার, সুমেল আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ, মাসরুর রাসেল, জুনেল আহমদ, আশরাফ উদ্দিন রুবেল, জুবায়ের আহমদ লিলু, আব্দুস সবুর রাসেল, আব্দুল মালিক শেকু, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাশু, জমজম বাদশাহ, আব্দুল মান্নান, ফয়েজ আহমদ মুরাদ, সুলেমান আহমদ সুমন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ।
হরতাল সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপি’র আহবান
এদিকে, টানা ৪৮ ঘন্টা সর্বত্র সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, চুনারুঘাটে বিএনপির ডাকা দু’দিনের হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। গতকাল শনিবার সন্ধ্যায় লাঠি সোটাসহ মশাল মিছিল বের করেছে উপজেলা বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজ আলী মীর, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ। মশাল মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাল্লা রোড পয়েন্টে সমাপ্ত করা হয়। বিজ্ঞপ্তি