এমসি কলেজের প্রতিষ্ঠাতা রাজা গিরিশচন্দ্র রায়ের ম্যুরাল উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৮:২২:৩৫ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রতিষ্ঠাতা রাজা গিরিশচন্দ্র রায়ের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এমসি কলেজের প্রধান ফটকের সামনে প্রাক্তণ শিক্ষার্থীদের অর্থায়নে নির্মিত ম্যুরালটি উদ্বোধন করেন এমসি কলেজের সাবেক শিক্ষার্থী ও বর্তমান অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ ও কলেজের প্রাক্তন শিক্ষকম-লী।
এ সময় ম্যুরাল উদ্বোধন স্মরণিকা ‘সবুজ পরান’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
গীতবিতান বাংলাদেশের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে কলেজের প্রধান ফটকের সামনে ম্যুরাল উন্মোচন করা হয়। উদ্বোধন শেষে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
সন্ধ্যায় কলেজের কলাভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে ম্যুরাল নির্মাণে উদ্যোগ গ্রহণকারী নাট্যব্যক্তিত্ব প্রয়াত মিশফাক আহমদ মিশুসহ কলেজের প্রয়াত সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কলেজের সাবেক শিক্ষার্থী নাজমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-ম্যুরাল নির্মাণ সমন্বয় কমিটির সদস্য ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর রায়। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন-ম্যুরাল নির্মাণ কমিটির সমন্বয়ক ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী আবদুল আহাদ।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, বিশিষ্ট সাংবাদিক আল আজাদ, কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, সাবেক অধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন আহম্মদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তোতিউর রহমান প্রমুখ।
সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন-এডভোকেট আজমল আলী, বদরুল ইসলাম শোয়েব, ডাক্তার সাকির আহমদ শাহীন, একেএম ফজলুর রহমান, সাহেদ আহমদ, মুক্তাদীর আহমদ মুক্তা, আক্কাস খাঁন, আশরাফ আহমেদ প্রমুখ।
এছাড়াও, কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, প্রাক্তন শিক্ষকবৃন্দ, বর্তমান বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা চৌধুরী। কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক প্রাক্তন মুরারিয়ান দিলীপ রায় কলেজ নিয়ে রচিত গানটি দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন প্রদীপ মল্লিক ও তন্নী দেব।
ম্যুরাল নির্মাণ কমিটির সমন্বয়ক ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী আবদুল আহাদ জানান, রাজা গিরিশ চন্দ্র রায়ের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সরকারের শিক্ষা মন্ত্রণালয় এ স্থাপনা কাজের অনুমতি দেন। এই ম্যুরাল স্থাপনার কাজটি সম্পূর্ণভাবে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে এবং প্রাক্তন শিক্ষার্থী ও কলেজের যৌথ তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ তাঁর বক্তব্যে ম্যুরাল নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর আগে গত ২২ জুলাই এমসি কলেজের প্রতিষ্ঠাতা রাজা গিরিশ চন্দ্র রায়-এর ম্যুরাল স্থাপনা কাজের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। সেই উদ্বোধনের প্রায় চার মাস পর গতকাল ম্যুরালের উদ্বোধন করা হয়। ম্যুরালটি নির্মাণসহ আনুষাঙ্গিক খাতে সর্বমোট ব্যয় হয়েছে ১৪ লাখ ৯৬ হাজার ২১২ টাকা। এটা নির্মাণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাতার অবদান ও নাম শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।