দৈনিক সিলেটের ডাক -এ প্রতিবেদন প্রকাশের পর
সিএনজি চালক ফুল মিয়া কাজলকে ‘ভুয়া’ মামলায় হয়রানির প্রতিবাদে কোর্ট পয়েন্টে মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৮:৩০:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দৈনিক সিলেটের ডাক-এ গত শনিবার ‘কতোয়ালী থানায় এক পুলিশ অফিসারের স্ত্রীর ভিত্তিহীন মামলায় তোলপাড়, অনাহারে দিন কাটছে কারান্তরীণ সিএনজি অটোরিকশা চালক কাজলের স্ত্রী সন্তানদের’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর আন্দোলনে নেমেছেন সিএনজি অটোরিক্সা চালক শ্রমিকরা।
গতকাল শনিবার তারা নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন করে ভুয়া হয়রানিমূলক মামলায় গ্রেফতার চালক ফুল মিয়া কাজলের মুক্তি দাবি করেন। একই সাথে সাজানো মামলা থেকে তাকে অব্যাহতির দাবি তুলেন।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর উদ্যোগে সিএনজি চালিত অটোরিকশা নিরীহ চালক মো. ফুল মিয়া কাজল’কে মিথ্যা ও ভূয়া মামলায় গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দেয়া হয়। শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজর অধ্যক্ষ সুজাত আলী রফিক।
জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, কল্যাণ সম্পাদক আব্দুল মন্নান, সদস্য সুজন মিয়া, বরকত আলী, লিটন মিয়া, জমির আলী, শামীম আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ অফিসারের স্ত্রী রেখা খাতুন চৌধুরী কর্তৃক সিলেট সদর উপজেলার ঘোপাল গ্রামের সিএনজি চালিত অটোরিকশার চালক মো. ফুল মিয়া কাজলকে মিথ্যা ও ভূয়া মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সাথে রেখা খাতুন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। না হলে শ্রমিক ইউনিয়ন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বক্তারা আরো বলেন, ঘটনার দিনের ভিডিও ফুটেজ সহ যে সকল তথ্য ইতোমধ্যে পাওয়া গেছে, তাতেই ওই মহিলার চতুরতার বিষয়টি পরিষ্কার হবে। এর প্রেক্ষিতে বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের খতিয়ে দেখার আহবান জানান বক্তারা। পুলিশ বিভাগের ভাবমূর্তি রক্ষায় পুলিশকে এ বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানানো হয় মানববন্ধনে।