ফাইনালে দুই ডেঞ্জারম্যান শামি আর ম্যাক্সওয়েল আজ মুখোমুখি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৮:৩৯:৪৭ অপরাহ্ন
বদরুদ্দোজা বদর :
দীর্ঘ বিশ বছর পর আবারো ফাইনালে মুখোমুখি ইন্ডিয়া-অস্ট্রেলিয়া। জোহানেসবার্গে সেদিন টস করতে নেমেছিলেন রিকি পন্টিং আর সৌরভ গাঙুলী আজ আহমেদাবাদে টস করবেন রোহিত শর্মা ও প্যাট কামিন্স । সেই ফাইলালে ১২৫ রানে হেরেছিল ইন্ডিয়া। আজ তাদের বদলা নেয়ার দিন।
আজকের মেগা ফাইনালে কিন্তু সবার নজর থাকবে মুহাম্মদ শামি আর গ্লেন ম্যাক্সওয়েলের দিকে। আগুনঝরা পেস বোলিং করছেন শামি প্রতিটি ম্যাচে। সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নিয়ে একাই হারিয়ে দিয়েছেন তাদেরকে। ওয়ার্ল্ডকাপে এখন সবচেয়ে বেশী ২৩ উইকেট শামির দখলে। আজ অস্ট্রেলিয়াকে হারাতে নিশ্চয়ই নিজেকে উজাড় করে দেবেন সহেসপুর এক্সপ্রেস।
আজকের ফাইনালে ইন্ডিয়া তাদের ব্যাটিং শক্তি নিয়ে এগিয়ে থাকবে কিন্তু চাপ কি সামলাতে পারবে তারা।
প্যাট কামিন্স, মিতেল স্টার্ক, হেজেলউড আর এডাম জাম্পা কিন্তু ভালোই লড়াই দিবেন রোহিত, কোহলি, গিল আর রাহুলদের বিরুদ্ধে।
শামি , বুমরাহ, সিরাজ, জাদেজা আর কুলদীপদের বিরুদ্ধে। রানের পাহাড় হয়তো গড়তে পারবেন না ওয়ার্নার, হেড, স্মিথ ও মার্শরা।
কিন্তু ফাইনালকে নাটকীয়তায় ভরে তুলতে হয়তো আজ আবারো ঝলসে উঠবেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু তাকে থামাতে তো উইকেটে ঠিকই ইয়র্কার ছুঁড়বেন মুহাম্মদ শামি। ব্যাটে বলের লড়াই টানটান উত্তেজনার জমে উঠুক আজকের বিশ্বকাপ ফাইনাল।