আজ জানাজা ॥ জেলা আওয়ামী লীগের শোক
কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বাছির আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৮:০৯:০৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বর্ষীয়ান রাজনীতিবিদ, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল বাছির (৯৩) আর নেই। রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে ও সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জয়নাল আবেদীন জানান, সোমবার বেলা আড়াইটায় পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আব্দুল বাছির দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে নগরের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এলাকার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আব্দুল বাছির একবার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। জনপ্রতিনিধি হয়ে তিনি মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটসহ গ্রামীণ জনপদের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। একজন সালিস ব্যক্তিত্ব হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলাসহ সিলেটের উত্তর জনপদে তাঁর যথেষ্ট সুনাম ছিল। তিনি পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতির পাশাপাশি প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
জেলা আওয়ামী লীগের শোক: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সেক্রেটারি এডভোকেট নাসির উদ্দিন খান উপজেলা আব্দুল বাছিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতি: সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রফিকুল হক ও সেক্রেটারী এডভোকেট কামাল হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বাছিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।