সিলেটে বাসদের লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৮:১৯:০৪ অপরাহ্ন
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৬তম বার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল’র সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহবায়ক মাছুমা খানম, চারণের নাজিকুল ইসলাম রানা, চা শ্রমিক ফেডারেশনের রতœা বসাক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি, জাহেদ আহমদ, সংগ্রাম পরিষদের সহ-সভাপতি ইয়াছিন আহমদ, মোহসিন আহমদ, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ৮নম্বর ওয়ার্ডের বিলাল আহমদ, টুকেরবাজারের সভাপতি নুরুল ইসলাম, ৫নম্বর ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী, আনোয়ার হোসেন কুটি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অর্চিতা শর্মা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে একতরফা নির্বাচনের তফসিল সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে না। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ও আন্দোলনকারি রাজনৈতিক দলের দাবিকে উপেক্ষা করে তফসিল ঘোষণা রাজনৈতিক সংকটকে আরও জটিল করেছে।-বিজ্ঞপ্তি