চেয়ারম্যান আব্দুল বাছিরের জানাজায় হাজারো মানুষের ঢল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৮:০১:৫২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : হাজারো মানুষের ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছির। গতকাল সোমবার বেলা আড়াইটায় পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মানুষের ঢল নামে। জানাজার নামাজে ইমামতি করেন পাড়ুয়া ফুরকানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজ মাসুম আহমদ। পরে পারিবারিক করবস্থানে দাফন করা হয় এই বর্ষিয়ান রাজনীতিককে।
জানাজার নামাজের আগে আব্দুল বাছির চেয়ারম্যানের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সিলৈট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলী দুলাল, কলাবাড়ি মখজনুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুছাব্বির, মাওলানা আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো: ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সিকন্দর আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় মরহুমের তৃতীয় ছেলে ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, চতুর্থ ছেলে ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শামীম আহমদ ও ব্যাংকার আমিনুল ইসলাম হামিম বক্তব্য দেন।
আব্দুল বাছির চেয়ারম্যান দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে নগরের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল বাছির ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৯ বছর দায়িত্ব পালন করেন। এরপর ২০১৪ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। জনপ্রতিনিধি হয়ে তিনি মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটসহ গ্রামীণ জনপদের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। একজন সালিস ব্যক্তিত্ব হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলাসহ সিলেটের উত্তর জনপদে তাঁর যথেষ্ট সুনাম ছিল। তিনি পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতির পাশাপাশি প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।