সিলেট বিভাগের বিভিন্ন আসনে আ’লীগের মনোনয়ন জমা দিলেন যারা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৪:০৫:০৯ অপরাহ্ন
ডাক ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে অংশগ্রহণের লক্ষে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনে নেতাকর্মীরা দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন।
সিলেট-১: সিলেট-১ সংসদীয় আসনে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন।
গতকাল সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে অধ্যাপক জাকির হোসেনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন।
সিলেট-৩: সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং চ্যারিটি সংস্থা দেশ ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মিসবাউর রহমান। গতকাল সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৃথকভাবে তারা মনোনয়ন জমা দেন।
সিলেট-৪: সিলেট-৪ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, শ্রম আদালত সিলেট এর শ্রমিক প্রতিনিধি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য নাজমুল আলম রোমেন। গতকাল সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন।
সুনামগঞ্জ-১: সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।
সুনামগঞ্জ-৫: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) সংসদীয় আসনে ছাতক উপজেলার ৬ জন নৌকা প্রত্যাশী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হচ্ছেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক (বর্তমান এমপি), যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাওলানা আখতার আহমদ, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সহিদ মুহিত, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য আনিসুজ্জামান আজাদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান নানু।