কোম্পানীগঞ্জে মহাসড়কে বৃদ্ধ নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ৮:৩০:০১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সিলেট – কোম্পানীগঞ্জ মহাসড়কের খাগাইল-দলইরগাঁও পয়েন্টে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল করিম উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল গ্রামের মৃত আখুলি মিয়ার পুত্র।
ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ জানান, মঙ্গলবার রাতে মহাসড়কের খাগাইল-দলইরগাঁও পয়েন্টে আব্দুল করিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারী লোকজন। হয়তো কোন একটি গাড়ি চাপা দিয়ে দ্রুত চলে গেছে। স্বজনরা তাঁকে সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান আরও জানান, আব্দুল করিম একজন হতদরিদ্র মানুষ। তাঁর কোন ছেলে নেই। ঘরে দুটি মেয়ে আছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহাসড়কে আব্দুল করিমের লাশ পড়ে থাকতে দেখেন পথচারী লোকজন। কিভাবে এক্সিডেন্ট হয়েছে কেউ বলতে পারেনি।