হারভেস্টারে শস্য কর্তন ও কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার
সার-বীজের সহজ প্রাপ্যতায় কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ৮:৪১:২৩ অপরাহ্ন
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, উৎপাদন অব্যাহত রাখতে সরকার সার-বীজসহ অন্যান্য কৃষি উপকরণে ভর্তুকি দিয়ে যাচ্ছেন। সার-বীজের সহজ প্রাপ্যতার কারণে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যা বাংলাদেশের অতীত ইতিহাসে আগে কখনো হয়নি। ২০০৬ সাল থেকে বর্তমানে সামগ্রিক কৃষিতে উৎপাদন প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। কৃষিবান্ধব সরকার হওয়ায় এটা সম্ভব হয়েছে।
সিলেট সদর উপজেলায় মোগলগাঁও ইউনিয়নের বানাগাঁওয়ে ২০২৩-২০২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত ৫০ একর আমন ধানের সমলয় চাষাবাদ প্রদর্শনীর কম্বাইন হারভেস্টার দ্বারা শস্য কর্তন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. জসিম উদ্দিন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার প্রমুখ।
সরকারের কৃষির উপর বিশেষ জোর দেওয়ার কারণে কৃষি সংক্রান্ত যেকোনো সমস্যা হলেই কৃষকরা হাতের কাছেই কৃষি কর্মকর্তাদের পাচ্ছেন উল্লেখ করে বিভাগীয় কমিশনার এ সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে অপার সম্ভাবনার কৃষিকে সম্পদে রূপান্তর করতে বলেন। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের অমূল্য সম্পদ এ জমিকে ব্যবহার করে আয় বাড়াতে হবে। এখানে পানিসহ অন্য যে সমস্ত সমস্যার কথা বলা হয়েছে সেগুলো কৃষি সচিবসহ সংশ্লিষ্ট সকল শাখায় জানানো হবে যাতে এ অঞ্চলের ফসল উৎপাদন বৃদ্ধি পায়। পরে বিভাগীয় কমিশনার স্থানীয় কৃষকের ধান কাটা জমিতে শস্য বীজ বপন করেন।-বিজ্ঞপ্তি