হরতাল-অবরোধের বিরুদ্ধে ছাতকে আওয়ামী লীগের মিছিল ও উন্নয়ন সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৩, ৭:৩৫:০২ অপরাহ্ন
ডাক ডেস্ক : হরতাল-অবরোধের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে ছাতকে আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলা ও পৌর আওয়ামীলীগের ব্যানারে শহরের মন্ডলীভোগস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীর সমর্থনে এ মিছিল ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে নৌকা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়ধ্বনি শ্লোগান দিয়ে খন্ড-খন্ড মিছিল দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকে।
পরে উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী কমপ্লেক্সের সামনে এসে শান্তি সমাবেশে মিলিত হয়। আওয়ামীলীগ নেতা রেজা মিয়া তালুকদারের সভাপতিত্বে ও ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, আওয়ামীলীগ নেতা হাজী আবুল হায়াত, কবির আহমদ, রুহুল আমিন তালুকদার, পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক, সাবেক পৌর কাউন্সিলর ধন মিয়া, সুদীপ দে, ফারুক মিয়া তালুকদার, আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন, আফিক আলী, শাহিন মিয়া তালুকদার, প্রণয় কুমার আচার্য্য মুন্না, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আহবাব মিয়া তালুকদার সাজু, ইউপি সদস্য আজাদ মিয়া, খছরু মিয়া, আওয়ামীলীগ নেতা ডাঃ রেদওয়ানুল হক আরজু, আব্দুল মমিন, লায়েক মিয়া তালুকদার, হাজী জয়নাল আবেদীন, নুর উদ্দিন, দেলোয়ার হোসেন, এখলাছ মিয়া, আমিন মিয়া তালুকদার, এহিয়া রাজা চৌধুরী, আব্দুল হক, তাহের আহমদ চৌধুরী, সামছুল হক, আব্দুল আলিম, রহমত আলী, আখতার হোসেন, সিরাজ মিয়া প্রমুখ। মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।