সভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মমিনুল
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৩, ৭:৫৩:২০ অপরাহ্ন

মো. হাবিবুর রহমান, নিউইয়র্ক থেকে : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার এবং কোষাধ্যক্ষ পদে রশীদ আহমেদ নির্বাচিত হয়েছেন। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গত রোববার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ও ২০২৪-২০২৫ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ঢাকা রিপোর্টার ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, আজকাল ও নিউইয়র্ক কাগজের মনোয়ারুল ইসলাম সভাপতি, বিএনিউজ২৪ডটকম ও সাপ্তাহিক বাংলাদেশের মমিনুল ইসলাম মজুমদার সাধারণ সম্পাদক এবং ইয়র্ক বাংলার রশীদ আহমদ কোষাধ্যক্ষ নির্বচিত হয়েছেন।
ক্লাবের বিদায়ী সভাপতি টাইম টিভির সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে বেলা ১টায় জ্যাকসন হাইট্সের একটি পার্টি হলে ১ম পর্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম সম্পাদকের রিপোর্ট ও কোষাধ্যক্ষ রশীদ আহমদ ক্লাবের আয় ব্যয়ের হিসাব পেশ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবিদুর রহমান। মধ্যাহ্ন ভোজের পর (২য় পর্বে) কার্যকরী পরিষদের ১১টি পদের নির্বাচনী কার্যক্রম শুরু হয়। গোপন ব্যালটের মাধ্যমে ক্লাবের ৭৬ জন সদস্যের মধ্যে ৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নব নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন -সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম (সাপ্তাহিক বাংলা পত্রিকা), সহ সাধারণ সম্পাদক আলমগীর সরকার (সাপ্তাহিক দেশ বাংলা), সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টিভি), দপ্তর ও প্রচার সম্পাদক মহাথির খান ফারুকী (ফ্রিল্যান্স) এবং কার্যকরী সদস্য- রওশন হক (সাপ্তাহিক প্রথম আলো), এসএম জাহিদুর রহমান (নিউজবিডি ইউএস ডটকম),আবিদুর রহমান (টাইম টিভি) ও মোস্তাফিজু রহমান (সাপ্তাহিক যুগান্তর)।
নির্বাচন পরিচালনায় ৩ সদস্যের নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক রিপোর্টার ও ক্লাবের উপদেষ্টা আনোয়ার হোসেন মন্জু (প্রধান নির্বাচন কমিশনার), ক্লাবের সাবেক সহ- সভাপতি বাংলা পত্রিকার হাবিব রহমান (সদস্য) এবং এবিএম সালেহ আহমেদ (সদস্য)।
উল্লেখ্য, কোষাধ্যক্ষ পদে রশীদ আহমদ এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে মহাথির খান ফারুকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন।