স্কলার্সহোম মেজরটিলা কলেজে রেড ক্রিসেন্ট ইউনিট উদ্বোধন
‘আজকের তরুণরাই আগামী দিনে মানবিক পৃথিবী গড়ে তুলবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৩, ২:২১:২৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : ‘শিক্ষার সাথে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অপরিহার্য। তরুণরা শিক্ষা অর্জনের পাশাপাশি নিজেরা মানবিক হবে ও মানুষের বিপদে পাশে দাঁড়াবে। আজকের তরুণরাই আগামী দিনে মানবিক পৃথিবী গড়ে তুলবে।’
স্কলার্সহোম মেজরটিলা কলেজ ক্যাম্পাসে রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান ও হাফিজ মজুমদার ট্রাস্টের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি।
তিনি একটি বৈষম্যহীন সুন্দর পৃথিবী বিনির্মাণে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। ‘বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. কবির এইচ চৌধুরী এবং হাফিজ মজুমদার ট্রাস্টের সম্মানিত সচিব ও জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।
বাংলা বিভাগের প্রভাষক মীর হোসাইন সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন টিম লিডার মাহিন আহমেদ এবং মোহসিনা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা অতিথিবৃন্দের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করে। পরে হাফিজ আহমদ মজুমদার এমপি কলেজের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষকদের সাথে কথা বলেন।