বাংলাদেশ-ভারতের আমদানী-রপ্তানীকারক ব্যবসায়ীদের মতবিনিময়
তামাবিল স্থলবন্দরের অবকাঠামোগত আরো উন্নয়ন প্রয়োজন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৩, ৪:০১:৩৯ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)’র সাবেক সভাপতি, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স’র সভাপতি আব্দুল মাতলুব আহমেদ বলেছেন, দেশের রাজস্ব আয় বৃদ্ধি’তে স্থলবন্দরগুলো বিশেষ ভূমিকা পালন করে আসছে। দেশের স্থলবন্দরগুলোতে আমদানী-রপ্তানী ব্যবসা স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের আরও সুযোগ-সুবিধা দিতে তিনি সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থে তামাবিল স্থলবন্দরে অবকাঠামোগত আরও উন্নয়ন কাজ করা প্রয়োজন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় তামাবিল চুনা পাথর,পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপ আয়োজিত বাংলাদেশ-ভারতের আমদানীকারক ব্যবসায়ীদের সাথে মতবিনিময়, সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাথর আমদানী কাজে ডাউকি স্থলবন্দরে যেসব সমস্যা রয়েছে ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন আব্দুল মাতলুব আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানী কারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী।
তামাবিল চুনা পাথর,পাথর ও কয়লা আমদানী কারক গ্রুপের সাধারণ সম্পাদক সিলেট চেম্বার অব কমার্স’র পরিচালক সরোয়ার হোসেন (সেদু) এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তামাবিল চুনা পাথর,পাথর ও কয়লা আমদানী কারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী বলেন, ভারতীয় নাগরিকদের চাহিদা অনুযায়ী বাংলাদেশী পণ্য ভারতে রপ্তানী বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করতে হবে।
তিনি ভারত থেকে পাথর আমদানী কাজে ডাউকি স্থলবন্দরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ, কাস্টমস সুপার ফরমান আলী, ডাউকি স্থলবন্দরের ব্যবস্থাপক চাক্কু সিংহ, এফবিসিসিআই’র সাবেক পরিচালক প্রফেসর ফেরদৌসী বেগম, মেঘালয় চেম্বার অব কমার্স’র সেক্রেটারী জেনারেল শ্রী ডলি খংলো, সিলেট চেম্বার অব কমার্স’র সাবেক পরিচালক এহতেশামুল হক, আইবিসিসিআই’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানী কারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানী কারক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, সদস্য জাকির হোসেন (আর্মি), আব্দুল করিম রাসেল ও ইসমাইল হোসেন ও শামীম আহমদ।
অনুষ্ঠানে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স’র প্রতিনিধিবৃন্দ, ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি টিম, ইন্ডিয়া ল্যান্ড পোর্ট, কাস্টমস কর্মকর্তা ও তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানী কারক গ্রুপের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।