‘শিক্ষাজীবনের চেয়ে সুন্দর সময় জীবনে দ্বিতীয়টি নেই’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৩, ৪:৩৬:৫৭ অপরাহ্ন
শিক্ষার্থীদের পাশে সারা বাংলা ’ সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৩ টায় নগরীর চৌকিদীঘি এলাকার স্পোর্টস কিংডম প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ও ‘শিক্ষার্থীদের পাশে সারা বাংলা ’ সংগঠনের সভাপতি রাশেদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ বলেন, শিক্ষাজীবনের চেয়ে সুন্দর সময় মানুষের জীবনে দ্বিতীয়টি নেই। ছাত্রজীবন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। মানুষ ছাত্রজীবন থেকেই নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতা শিখে। নিজের দেশ ও সংস্কৃতির প্রকৃত ইতিহাস সম্পর্কে অবগত হয় এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠে।
‘শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’ সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, সাব্বির আহমেদ লিমন ও আবু বক্করের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি প্রমথেশ দত্ত, সংবাদিক মোঃ আব্দুল আহাদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শিবলু, বিশিষ্ট ব্যবসায়ী তাজেল আহমদ চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন ফয়ছল, এডভোকেট লিপন চন্দ প্রমুখ।
এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে পশ্চিম চৌকিদেখী ইউনিট কমিটির সভাপতি রনি আহমেদ, সাধারণ সম্পাদক মুমিন হোসেন মাজু সহ সভাপতি মঈনউদ্দিন রবিউল শেখ, নাঈম আহমেদ ও জুম্মন আহমদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি ও শুকুর আহমদ আহাদ, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আরিফুর ইসলামসহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি