আওয়ামী লীগ দেশের উন্নয়ন অগ্রগতিতে বিশ্বাসী : ড. মোমেন
সিলেট সদর উপজেলার ইউনিয়ন পরিষদ সদস্যদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ১১:২৫:৩১ অপরাহ্ন
ডাক ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, আওয়ামী লীগ জ্বালাও পুড়াওয়ে বিশ্বাসী নয়। দেশের উন্নয়ন অগ্রগতিতে বিশ্বাসী। দেশের যত মেগা প্রজেক্ট সবই আওয়ামী লীগের আমলে বাস্তবায়িত হয়েছে। এজন্য দেশের কল্যাণ, উন্নয়ন অগ্রগতিতে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের বিকল্প নেই।
গতকাল শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে সিলেট সদর উপজেলার ইউনিয়ন পরিষদ সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) সিলেট জেলা কমিটির আহবায়ক মবশ্বির আলীর সভাপতিত্বে, জেলা কমিটির যুগ্ম আহবায়ক সাবাজ আহমদ ও সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান শামীমের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিরন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর কেন্দ্রীয় সহ সভাপতি আবুল কাশেম। বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুল মছব্বির (খাদিমপাড়া) সহ সভাপতি মস্তকা আহমদ (জালালাবাদ), জালালাবাদ ইউনিয়নের গেদন মিয়া, হাটখোলা ইউনিয়নের কামরান আহমদ, খাদিমনর ইউনিয়নের আনছার আলী (জেলা যুগ্ম আহবায়ক), টুকেরবাজার ইউনিয়নের দিলিপ কুর্মি, দিপালী গোয়ালা, কান্দিগাঁও ইউনিয়নের খুশতেরা বেগম, মুক্তাদির আহমদ, মোগলগাঁও ইউনিয়নের নেছার আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাটখোলা ইউনিয়নের আলকাছ আলী, গীতা পাঠ করেন রাম বাহাদুর।