বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭)
বালক ও বালিকায় বিভাগীয় চ্যাম্পিয়ন সিলেট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৩২:৪৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা বালক ও বালিকা দল।
গতকাল শনিবার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩’এর ফাইনাল খেলায় সিলেট জেলা বালক দল ১-০ গোলে হবিগঞ্জ জেলা বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এদিকে,দিনের অপর খেলায় ’বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩’ এর ফাইনালে সিলেট জেলা বালিকা ফুটবল দল ৩-১ গোলে হবিগঞ্জ জেলা বালিকা ফুটবল দলকে হারিয়ে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
বঙ্গমাতা গোল্ডকাপে প্লেয়ার অব দ্যা ফাইনাল হোন সিলেট জেলা বালিকা তুষ্টি রানী দাস, সর্বোচ্চ গোলদাতা হবিগঞ্জ জেলা বালিকা দলের শান্তনা মুন্ডা এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন সিলেট জেলা বালিকা দলের ঝুমা বেগম। বঙ্গবন্ধু গোল্ডকাপে প্লেয়ার অব দ্যা ফাইনাল হয়েছেন সিলেট জেলা বালক দলের হিফজুর রহমান, সর্বোচ্চ গোলদাতা সিলেট জেলা বালক দলের রিফাত খাঁন এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন হবিগঞ্জ জেলা বালক দলের মোঃ জিসান মিয়া।
ফাইনাল ম্যাচ পরবর্তী সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। বি
শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম(বার),পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস্) মোঃ মাসুদ রানা, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।