তফসিল বাতিলের দাবিতে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ১২:১৩:৪০ অপরাহ্ন
নির্বাচন তফসিল বাতিল করে দলনিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশন পয়েন্টে সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে চৌহাট্টাস্থ শহীদমিনারে গিয়ে শেষ হয়।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসানের সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সনজয় কান্ত দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি