তৃণমূল বিএনপির প্রার্থী হচ্ছেন শাহীনূর পাশা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ৬:৪৮:২৮ অপরাহ্ন
ফায়যুর রাহমান
জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী তৃণমূল বিএনপি থেকে নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন।
গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। স্ট্যাটাসের শেষ লাইনটি ছিল এরূপ-‘গুডবাই প্রাণের জমিয়ত’।
সিলেটের ডাক-এর সাথে আলাপকালে শাহীনূর পাশা চৌধুরী বলেন, জমিয়ত থেকে পদত্যাগ করে তিনি সুনামগঞ্জ-৩ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হচ্ছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “জমিয়তে আসা কতিপয় বসন্তের কোকিল ও সিলেট বিদ্বেষী একটি চক্র ২০১৭ সাল থেকে দলে আমাকে কোণঠাসা করে রেখেছিলো। তাদের চক্রান্তই আমাকে পদত্যাগের দিকে ঠেলে দিয়েছে। আমাকে যে দোষে দোষী সাব্যস্ত করা হলো, একই দোষে দলের স্থায়ী কমিটির কমপক্ষে চারজন সদস্য সম্পৃক্ত। অথচ আমার সদস্যপদ স্থগিত করার আগে টেলিফোনেও একবার আমার সাথে কোনো যোগাযোগ করা হয়নি। আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেওয়া হয়নি। যে দলের জন্য জীবনযৌবন, ধনসম্পদ সব হারালাম, সেই দল শেষ পর্যন্ত আমার সঙ্গে অবিচার করলো।”
কারা ছিলেন একই দোষে দোষী- জানতে চাইলে তিনি বলেন, দু-একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে সব জানাবো।’
উদ্ভূত পরিস্থিতিতে তিনি তৃণমূল বিএনপির প্রার্থী হচ্ছেন বলে জানান।
জানতে চাইলে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জরুল ইসলাম আফেন্দি সিলেটের ডাককে বলেন, শাহীনূর পাশার এই অভিযোগ শুধু অসত্যই নয়, হাস্যকরও বটে। মানুষ যখন নৈতিকভাবে পরাজিত হয়, তখন আবোলতাবোল কথা বলে। দলের বিরুদ্ধে তার এহেন কথাবার্তা তার নৈতিক পরাজয়েরই আরেকটি প্রমাণ।”
তিনি বলেন, ‘শাহীনূর পাশার বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলে তার সকল পদপদবী স্থগিত করা হয়েছে, তাকে বহিস্কার বরা হয় হয়নি। কোনো কোনো মিডিয়ায় এসেছে তাকে বহিস্কার করা হয়েছে, এটা সত্য নয়। দলীয় প্যাডে যা বলা হয়েছে, এটাই সত্য।’
গত বৃহস্পতিবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানান ইসলামপন্থী নয়টি দলের ১৪ নেতা। তাদের মধ্যে শাহীনূর পাশা চৌধুরীও ছিলেন। এর একদিন পর গত শুক্রবার শাহীনূর পাশার দল জমিয়ত তার সদস্যপদ স্থগিতের ঘোষণা দেয়। দলটি নীতিগতভাবে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।
‘নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি, দল বহিষ্কার করলে স্বতন্ত্র প্রার্থী হবো’-শিরোনামে শাহীনূর পাশাকে নিয়ে গতকাল শনিবার দৈনিক সিলেটের ডাক-এ একটি রিপোর্ট প্রকাশিত হয়।