মেট্রোপলিটন এপেক্স ক্লাবের এজিএম
সমাজসেবামূলক কাজে বর্তমান প্রজন্মকে আরো বেশি সম্পৃক্ত করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ২:১৮:৩০ অপরাহ্ন
এপেক্স ক্লাব অব সিলেট মেট্রোপলিটনের এজিএম গত শুক্রবার রাত ৮টায় পূর্ব জিন্দাবাজারের হোটেল গ্রান্ড ভিউতে অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি এপেক্সিয়ান এডভোকেট আব্দুল মুকিত অপির সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান এডভোকেট একেএম শমিউল আলম বলেন, ‘সমাজসেবামূলক কাজে বর্তমান প্রজন্মকে আরো বেশি সম্পৃক্ত করতে হবে। মানুষের কল্যাণের লক্ষ্যে প্রতিদিন একটি ভালো কাজ করা উচিত।’
তিনি বলেন, ‘মেট্রোপলিটন ক্লাবের সভাপতি নিজের কৃতিত্বে সবাইকে নিয়ে সমাজসেবায় নতুন আশার সঞ্চার করেছেন। এই ধারা অব্যাহত রাখতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের এলজি এপে. আখতার হোসেন খান, এনএসডি এপে. শাহ শাহেদুর রহমান শাহেদ, ডিজি-৪ এপে. এডভোকেট জালাল উদ্দীন, ডিজি-৪ ইলেক্ট এপে. এডভোকেট আব্দুল খালিক, জেলা সেক্রেটারি এপে. জামিল বিন মিজান চৌধুরী।
বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন সভাপতি এপে. এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এপে. এডভোকেট মাসুদ আহমদ চৌধুরী মহসিন, শাহপরান সিটির পিপি এপে. মাহবুবুর রহমান এরশাদ, গ্রীণহিলসের সভাপতি এপে. এডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।
এজিএমের দ্বিতীয় পর্বে ২০২৪ সালের জন্য ক্লাবের নতুন বোর্ড গঠন করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এনডিসি এপে. শাহ শাহেদুর রহমান শাহেদ, নির্বাচন কমিশনার ছিলেন ডিজি এপে. এডভোকেট জালাল উদ্দীন, ডিজি ইলেক্ট এপে. এডভোকেট আব্দুল খালিক, অবজারভার ছিলেন এপে. ময়নুল ইসলাম খান শায়েখ।
নতুন বোর্ডে সভাপতি হয়েছেন এপে. এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি এন্ড ডিএন এডিটর এপে. এডভোকেট সৈয়দ মোঃ দেলোয়ার হোসাইন (রাশেদ), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে.আনোয়ার হোসাইন, আইপিপি এন্ড এক্সটেনশন ডিরেক্টর এপে. এডভোকেট আব্দুল মুকিত অপি, ট্রেজারার এপে. এডভোকেট মাসুদ আহমদ চৌধুরী মহসিন, সার্ভিস ডিরেক্টর এপে. এডভোকেট তানভীর আহমদ, মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপে. হেলন মিয়া, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. নাছির আহমদ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. ইসমত ইবনে ইসহাক সানজিদ, সার্জেন্ট এট আর্মস এপে. এডভোকেট মোহাম্মদ সোলাইমান আলী।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এপে. ইসমত ইবনে ইসহাক সানজিদ। আইডিয়ালস অব এপেক্স পাঠ করেন এপে. ইফতেখার হোসেইন শাম্মিন।-বিজ্ঞপ্তি