সিলেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট : আজ থেকে টিকিট বিক্রি শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ১২:২৮:৪২ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
এর মধ্যদিয়ে পাঁচ বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে টেস্ট ক্রিকেট।
ম্যাচ উপভোগ করতে দর্শকদের জন্য আজ সোমবার থেকে টিকেট বিক্রির ঘোষণা দিয়েছে বিসিবি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন কাউন্টার ও সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান গেটের সামনে অস্থায়ীভাবে নির্মিত রিকাবিবাজার কাউন্টারে পাওয়া যাবে টেস্টের টিকিট।
ম্যাচের দিনও সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। ১০০ টাকা খরচ করে পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল এরিয়ায় বসে দেখা যাবে। গ্যালারির সবচেয়ে দামী স্থান গ্র্যান্ড স্ট্যান্ড, যার টিকিট মূল্য ১০০০ টাকা।
এছাড়া ক্লাব হাউজে ৩০০ ও পূর্ব গ্যালারির টিকিট পেতে খরচ করতে হবে ২০০ টাকা। ইতিমধ্যে দুই দলই সিলেটে পৌঁছে গেছে। টানা অনুশীলনের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের প্রস্তুতি। প্রায় ১০ বছর পর বাংলাদেশে টেস্ট খেলবে নিউজিল্যান্ড।