সিলেটে ১৬ দিনব্যাপী সপ্তদশ কেমুসাস বইমেলা শুরু ১ ডিসেম্বর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ১২:৫৫:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে এবারই প্রথম ১৬ দিন ব্যাপী কেমুসাস বইমেলা শুরু হচ্ছে ১ ডিসেম্বর থেকে। অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব থেকে সমাপনী অনুষ্ঠান পর্যন্ত রয়েছে ব্যাপক আয়োজন। তাছাড়া, প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি রয়েছে চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা।
গতকাল রোববার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মেলন কক্ষে আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বইমেলা কেমুসাসের সাবেক সভাপতি দেওয়ান ফরিদ গাজীকে উৎসর্গ করা হয়েছে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সপ্তদশ কেমুসাস বইমেলা উপ-কমিটির সদস্য সচিব প্রিন্স সদরুজ্জামান চৌধুরী জানান, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা। ওইদিন বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী সুষমা দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একডেমির পরিচালক, ফেকলোরবিদ ড. আমিনুর রহমান সুলতান। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেমুসাসের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ নূর।
সংবাদ সম্মেলনে বলা হয়, সিলেটের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে সপ্তদশ বইমেলার আয়োজন করা হয়েছে। মেলায় এবারই প্রথম প্রকাশকদের বাইরে কোনো প্রতিষ্ঠানকে সুযোগ না দেওয়ার সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে। তাছাড়া, মেলায় লেখক-পাঠক সেতুঁবন্ধনের জন্য লেখক মঞ্চ, লিটনম্যাগ কর্ণার, সাংস্কৃতিক আয়োজন,আলোচনা সভা, প্রকাশনা অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান সফলে আয়োজকদের পক্ষ থেকে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মাধ্যমে কর্মরত সকল সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, সপ্তদশ কেমুসাস বইমেলা উপকমিটির আহবায়ক অধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, বইমেলা উপকমিটির সদস্য আবদুল কাদির জীবন প্রমুখ।
উল্লেখ্য, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সপ্তদশ কেমুসাস বইমেলা ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।