এক আসামী গ্রেফতার, এলাকায় মানববন্ধন
হরিপুরে হাফিজ আব্দুস শুক্কুর হত্যায় ৫ জনের বিরুদ্ধে মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ১:০৬:৩২ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলার হরিপুর বাগেরখাল এলাকায় প্রতিপক্ষের হাতে নিহত প্রবাসী হাফিজ আব্দুস শুক্কুর হত্যা মামলায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। এদিকে, মামলার মূল আসামীরা এখনো গ্রেফতার না হওয়ায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ। এদিকে, গতকাল নিহত মাওলানা শুক্কুরের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার শরিক হন। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত বাবুল মিয়া (৬৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তি দলাইপাড়া গ্রামের বেদন মিয়ার পুত্র। এই হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে, ২৬ নভেম্বর রোববার দুপুরে এলাকাবাসীর উদ্যাগে হরিপুর বাজারে হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী’তে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নিহত প্রবাসী হত্যাকান্ডের ঘটনা’’টি ঘটে গত ২৪ নভেম্বর শুক্রবার সকালে সাড়ে ৯ টার দিকে। নিহত প্রবাসী হাফিজ আব্দুল শুক্কুর (৪৩) ফতেপুর ইউনিয়নের (হরিপুর) বাগেরখাল দলইপাড়া গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল মালিকের বড় পুত্র এবং দারুল উলুম হেমু মাদ্রাসার সাবেক শিক্ষক ও সৌদি আরব প্রবাসী ছিলেন।
হরিপুর বাগেরখাল এলাকায় জমি সংক্রান্ত বিরোধ-কে কেন্দ্র করে একই এলাকার প্রতিবেশী আজির উদ্দিনের পুত্র নজরুল ইসলাম, তার ভাই বদরুল ইসলাম সহ প্রতিপক্ষ ৭/৮ জনের সংঘবদ্ধ গ্রুপ প্রবাসী-কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
এই ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) জানান, হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে মাঠে তৎপর রয়েছে।