মিসবাহ সিরাজ, সরওয়ার, রতন, সুমন ও গোলাপ মাঠে
সিলেটে নৌকার মনোনয়ন বঞ্চিত অনেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ১০:০৮:৪৭ অপরাহ্ন
কাউসার চৌধুরী
সিলেটে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত অনেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শনিবার দলের প্রার্থী তালিকা চূড়ান্ত হবার পর তারা প্রার্থী হবার ঘোষণা দেন। সিলেট-১ আসনে দলের টানা তিনবারের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট-৪ আসনে যুক্তরাজ্য প্রবাসী গোলাপ মিয়া, সিলেট-৬ আসনে কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন, সুনামগঞ্জ-১ আসনে বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন।
অন্যান্য আসনেও নৌকার মনোনয়ন বঞ্চিত নেতাদের পাশাপাশি মনোনয়ন চাননি এমন নেতারাও ভোটের মাঠে নামছেন বলে জানা গেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে তাদের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরমও তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আগামীকাল বুধবার ও পরশু বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা মনোনয়ন জমা দিতে পারেন।
সিলেট-১ ও সিলেট-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের পক্ষে গতকাল মনোনয়ন ফরম তোলা হয়েছে বলে জানিয়েছেন তার সহোদর সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম। মিসবাহ উদ্দিন সিরাজ এই দুই আসনে নৌকার মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন বঞ্চিত মিসবাহ সিরাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্যে তিনি বর্তমানে কর্মী সমর্থকসহ সাধারণ লোকজনের সাথে মতবিনিময় করে প্রার্থীতার বিষয়টি জানান দিচ্ছেন। সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ
কে আব্দুল মোমেন এবং সিলেট-৩ আসনে বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
সিলেট-২ আসনে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান প্রার্থী হবেন বলে জানিয়েছেন। এ নিয়ে বুধবার তিনি শুভাকাক্সক্ষীদের নিয়ে বৈঠক ডেকেছেন।
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী গোলাপ মিয়া প্রার্থী হচ্ছেন বলে গতরাতে সিলেটের ডাককে জানিয়েছেন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সরওয়ার হোসেন। তিনি নৌকার মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। তার পক্ষ থেকে ইতোমধ্যে মনোনয়ন ফরম তোলা হয়েছে বলে জানা গেছে। এ আসনে নৌকার প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। রতন ২০০৮ থেকে টানা তিনবার এই আসন থেকে নৌকার মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। মনোনয়ন বঞ্চিত রতন স্বতন্ত্র প্রার্থী হতে এলাকার নেতাকর্মীসহ সাধারণ লোকজনের সাথে আলাপ আলোচনা করছেন বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তবে কারা কারা প্রার্থী হচ্ছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে ব্যারিস্টার সায়েদুল হক চৌধুরী সুমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ব্যারিস্টার সুমন বলেন, আমার সুস্পষ্ট বক্তব্য ছিল, নির্বাচনে যদি বিএনপি থাকতো; তাহলে দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষে কাজ করবো। যেহেতু শেখ হাসিনা সরাসরি জানিয়ে দিয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিংবা নির্বাচন বিহীন কেউ আসতে পারবেন না। এছাড়া যাকে মনোনয়ন দেবেন, তার সঙ্গে একজন ‘ডামি’ প্রার্থীও থাকবেন। নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়, তাতে জোর দেওয়া হয়েছে। সেটা নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।
প্রসঙ্গত, গত রোববার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলের প্রার্থী হিসেবে নৌকা মার্কায় সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে ইমরান আহমদ, সিলেট-৫ আসনে বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ, সুনামগঞ্জ-১ আসনে এডভোকেট রনজিৎ চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী), সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক, মৌলভীবাজার-১ আসনে শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ আসনে উপাধ্যক্ষ আবদুস শহীদ, হবিগঞ্জ-১ আসনে ডা. মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুহেল, হবিগঞ্জ-৩ আসনে এডভোকেট আবু জাহির এবং হবিগঞ্জ-৪ আসনে এডভোকেট মাহবুব আলীকে মনোনয়ন দেয়া হয়েছে।
সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের বিপরীতে আওয়ামী লীগের ১৭৩টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়।