ছাতকের ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সুফি আলম গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ১০:১৮:২১ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকের ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান, জামায়াত নেতা এডভোকেট সুফি আলম সোহেলকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে ছাতক শহরের ট্রাফিক পয়েন্ট থেকে তাঁকে পুলিশ গ্রেফতার করে।
থানা পুলিশের দায়েরী একটি নাশকতা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এডভোকেট সুফি আলম সোহেল উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্য গনেশপুর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম তাঁকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।