অবরোধ ও হরতাল সফলের আহ্বান বিএনপি
সিলেটে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ॥ মৌ’বাজারে বাসে আগুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ১১:০৩:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশে আজ বুধবার অবরোধ ও আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি। গত সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত কর্মসূচিতে আজ বুধবার ভোর ৬টা থেকে পরদিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং কাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা অর্থাৎ ১২ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি।
এদিকে, অবরোধ ও হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করার জন্য এক বিবৃতিতে সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এছাড়া, হরতাল অবরোধ সফল করতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মিরাবাজার দাদাপীর মাজার সংলগ্ন এলাকায় এক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীরা কিছু সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ। মিছিলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি বাস আগুনে পুড়ে গেছে। বাসচালক ও মালিক হেলাল মিয়া বলেন, গত সোমবার বিকেল ৫টার দিকে প্রতিদিনের মতো বাস রেখে বাড়ি চলে আসি। রাত সাড়ে ১১টায় শুনতে পাই বাসে আগুন লেগেছে। রওয়ানা দিয়ে ভোররাত দেড়টার দিকে সেখানে গিয়ে দেখি গাড়ির অনেক কিছু পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির পেছনের অংশ পুড়ে গেছে। মৌলভীবাজার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির বলেন, বাসে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এদিকে, হরতাল অবরোধের নামে যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আজ থেকে ২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি।