এমপি হাবিব পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় ওসমানী বিমানবন্দরে সংবর্ধিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪৬:২৭ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব এমপি-কে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিমান যোগে ঢাকা থেকে সিলেট পৌঁছলে এমপি হাবিবুর রহমান হাবিবকে অভ্যর্থনা জানান সিলেট জেলা ও মহানগর এবং সিলেট-৩ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
বিমান বন্দর থেকে মোটর শোভাযাত্রা করে হযরত শাহজালাল (র:) ও হযরত শাহপরাণ (র:) মাজার জিয়ারত শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এমপি হাবিবুর রহমান হাবিব। পরে কামালবাজারস্থ তার বাড়িতে পৌঁছে পিতা-মাতার কবর জিয়ারত করেন।
বিমানবন্দরে প্রতিক্রিয়া ব্যক্ত করে এমপি হাবিবুর রহমান বলেন, ‘সিলেট-৩ আসনে এমপি পদে আবারও দলের প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন এবং আমাকে মনোনয়ন দিয়েছেন। এজন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, মনোনয়ন বোর্ডের সদস্য ও প্রিয় সিলেট-৩ নির্বাচনী এলাকার জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
বিমাবন্দরে এমপি হাবিবকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হিরা, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য শহীদুর রহমান শাহীন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মানিক, রাজু আহমদ রাজা, মীর শাখাওয়াত হোসেন তরু, সাধারণ সম্পাদক আব্দুস বাসিত টুটুল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ্জাক হোসেন, রফিকুল ইসলাম, আব্দুর রউফ, আলী রাজা, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, আব্দুল আহাদ, বশির আলী, সাংগঠনিক সম্পাদক নেছার আলী, তোয়াজিদুল হক তুহিন, কামাল উদ্দিন রাসেল, প্রচার সম্পাদক মাসুক আহমদ, কোষাধ্যক্ষ রফিক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল আলী বাচ্চু, ত্রাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন উদ্দিন খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, শ্রম সম্পাদক পংকি মিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা কামরুল ইসলাম রাসেল, সহ- দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য সেলিম আহমদ, নজরুল ইসলাম, জামাল উদ্দিন, খিজির খান, আমিরুল ইসলাম ওয়েছ, সোহেল আহমদ, নজরুল ইসলাম, আতিকুল হক শিপন, কয়েছ আহমদ, দাউদপুর ইউপি চেয়ারম্যান আতিকুল হক, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সিসিক’র ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, জেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বদরুল আলম তুহিদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সুহেল আহমদ কর্নেল প্রমুখ।-বিজ্ঞপ্তি