শফিউল আলম চৌধুরী নাদেলকে বিমানবন্দরে সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ১২:৫৭:৪৮ অপরাহ্ন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা থেকে দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, ডিএসএ এর সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াসুর রহমান ইলিয়াস, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য জাহিদ সারওয়ার সবুজ, জুমাদিন আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল, খাজাঞ্চী ইউনিয়ন চেয়ারম্যান আরস আলী গনি, ক্রীড়া সংগঠক জাবু চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ রিপন, সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি শামসুল ইসলাম মিলন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ সম্পাদক সাইফ উদ্দিন আহমদ সাবের, সিলেট মহানগর যুবলীগের উপ সম্পাদক এহিয়া আহমদ সুমন, জিয়াউল হক জিয়া, সিলেট জেলা যুবলীগের সহ-সম্পাদক শেখ আব্দুল মান্নান দুলাল, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি