বিএনপি নেতা মিজানকে প্রধান আসামি করে ছাতকে ৩০ জনের বিরুদ্ধে মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ১:০৪:০৪ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে বিএনপি-জামায়াত, যুবদল ও ছাত্রদলের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৮০-৮৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত সোমবার দুপুরে ছাতক শহরের কোর্ট সড়কের প্রবেশমুখে অবরোধের সমর্থনে সরকারি-বেসরকারি সম্পদ নষ্ট ও ক্ষতি সাধনের উদ্দেশ্যে টায়ার পুড়িয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এ মামলাটি দায়ের করেন এসআই মোঃ ইমরান তালুকদার।
থানার মামলা নম্বর ১৯/২৮৮, তারিখ ২৮.১১.২৩ ইংরেজি। এ মামলায় ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেলকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।