দিরাইয়ে আল আমিনকে স্বাগত জানাতে শোডাউন, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জয়া সেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ১:২৭:৩৯ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দিরাইয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন চৌধুরীকে স্বাগত জানিয়ে মোটর সাইকেল শোডাউন করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। গতকাল মঙ্গলবার দুপুরে দিরাই-মদনপুর সড়ক থেকে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিরাই বাজারের লঞ্চঘাটে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ সোহেল মিয়ার সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে আল আমীন চৌধুরী বলেছেন, দিরাই শাল্লাবাসী আজ দুর্নীতিবাজদের সিন্ডিকেটের কবল থেকে মুক্ত। কিছু কুচক্রী মহল ফেসবুকে অপপ্রচার চালিয়েছিল কিন্তু কাজ হয়নি।
তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে নৌকায় ভোট দিয়ে আমরা দরিদ্র বাংলাদেশ থেকে একটি উন্নত দেশে পৌঁছেছি। সেই হিসেবে দিরাই-শাল্লার ভাটি এলাকা অবহেলিত থাকতে পারে না।
অপরদিকে, দিরাই-শাল্লার নেতাকর্মীদের আবেগ-অনুভূতির প্রতি সম্মান জানিয়ে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন দিরাই-শাল্লার বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। গতকাল মঙ্গলবার তার পক্ষে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা তাহের সরদার, নজর সরদার, করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন চন্দ্র দাসসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মী।
এছাড়াও, দিরাই-শাল্লা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন সংগ্রহ করেন, সাবেক সচিব মিজানুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা ডক্টর শামসুল হক চৌধুরী ও ঋতেশ রঞ্জন দেব ঝিনুক।