হরতাল সফলের আহবান জেলা ও মহানগর বিএনপির
সিলেট মহানগর ছাত্রদলের সেক্রেটারিসহ গ্রেফতার ৪ ॥ ককটেল উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৩, ১২:৩৪:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। একই দাবিতে গতকাল বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি পালন করে দলটি। তবে, বিএনপির ডাকা গতকালের অবরোধ কর্মসূচি সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
এদিকে, আজকের হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করার জন্য এক বিবৃতিতে সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়া, হরতাল সফল করতে গতকাল বুধবার বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে নগরীতে একটি মিছিল বের হয়। বেলা ২টার দিকে নগরীর চৌহাট্টা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে রিকাবিবাজারে এসে শেষ হয়।
এদিকে, গতকাল বুধবার সন্ধ্যায় ৬টি ককটেলসহ মহানগর ছাত্রদলের সেক্রেটারি ফজলে রাব্বী আহসানসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট কতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সুমন কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সন্ধ্যায় নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা নাশকতার পরিকল্পনা করেছিল। চলমান আন্দোলনে ওই ছাত্রদল নেতাদের বিরুদ্ধে সিলেট মহানগরীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, হরতাল অবরোধের নামে যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী অব্যাহত থাকবে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।