গোবিন্দগঞ্জে মুহিবুর রহমান মানিক সংবর্ধিত
ছাতক-দোয়ারার জনগণই আমার শক্তি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৩, ১২:৫২:৪৯ অপরাহ্ন
জাউয়াবাজার প্রতিনিধি: অষ্টমবারের মতো আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পাওয়ার পর ছাতক-দোয়ারার মানুষের ভালবাসায় সিক্ত হলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছাতক-দোয়ারা আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক দলীয় মনোনয়ন লাভের পর বুধবার সিলেট এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রথমে হযরত শাহজালাল ( র) ও শাহপরান (র) মাজার জিয়ারত করেন।
এরপর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে সুনামগঞ্জ প্রবেশদার গোবিন্দগঞ্জ পয়েন্টে স্বাগত জানান।সেখান থেকে হাজারো জনতা তাকে নিয়ে ছাতকে যান। এসময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানুষ জন তাদের প্রিয় নেতাকে হাত নেড়ে অভিনন্দন জানান।
মোটর শোভাযাত্রা সহ ছাতক মন্টুবাবুর মাঠে পৌঁছে এক সংক্ষিপ্ত সভায় মুহিবুর রহমান মানিক ছাতক দোয়ারাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার শক্তি হচ্ছে ছাতক দোয়ারার জনগণ। মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা ছিল বলেই আমি আবারও নৌকার মনোনয়ন পেয়েছি। আমি আশা রাখি, আগামী নির্বাচনে জয়ী হয়ে ছাতক দোয়ারার চলমান উন্নয়নকে আরো বেগবান করবো।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার থাকলে দেশ স্থিতিশীল থাকে, যা জাতির ভবিষ্যতের জন্য খুবই দরকার। ছাতক দোয়ারাকে আমি একটি আলোকিত-উন্নত উপজেলা হিসেবে গড়তে চাই।
জাতীয় সংসদ নির্বাচনে টানা অষ্টমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ মুহিবুর রহমান মানিক। ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হন এমপি মানিক।
এসময় উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক,ছাতক পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, দোয়ারা বাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আল তানভীর আশরাফি চৌধুরী বাবু, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ,যুগ্ম আহ্বায়ক ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ,পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও প্যানেল মেয়র তাপস চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন রহমান, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, লক্ষিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, দোহালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, জাউয়া বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হোসেন,উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, ছৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পরিমল দেবনাথ, গোবিন্দগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ছাতক উপজেলা কৃষকলীগের সভাপতি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুন্দর আলী, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান, ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরণ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রব বাবলু,সাধারণ সম্পাদক আব্দুস সহিদ, অবসর প্রাপ্ত সেনা সার্জন রফিক উদ্দিন, নুর মিয়া বসির উদ্দিন, , বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন,জাউয়া বাজার ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান আব্দুল হক, আওয়ামী লীগ নেতা বুলবুল আহমদ, হিমেল মিয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম , আহসান উদ্দিন, মো.আব্দুর রউফ, রহিম উদ্দিন, মো. এখলাছ ফরাজি, ছাত্রযুবলীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম রায়হান,উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক তজম্মুল হক রিপন প্রমুখ।