হবিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন কেয়া চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৩, ১:০৮:০১ অপরাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
দলীয় মনোনয়ন না দেয়ায় গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ আব্দুল মতিন স্কয়ারে পথসভায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দেন তিনি। এ সময় তিনি উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন।
গত রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য। এর আগে তিনি ২০১১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদের উপ-নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়ার কাছে পরাজিত হন।