ছাতকে বিএনপি নেতা মিজানসহ ১১ জনের বিরুদ্ধে গাড়ি পুড়ানোর মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ২:০৪:১৯ অপরাহ্ন

ছাতক সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা: ছাতকে বিএনপির কেন্দ্রীয় নেতা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য সহ ১১ জন বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ১০/১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার রাতে ছাতক থানায় এ মামলা দায়ের করেন জয় কলস হাইওয়ে থানার এস আই মোঃ ইউনুস আলী।
চলমান অবরোধের সমর্থনে, সরকার পতনের লক্ষে ষড়যন্ত্র, সরকারি-বেসরকারি সম্পদ নষ্ট ও ক্ষতি সাধনের উদ্দেশ্যে ১ ডিসেম্বর গভীর রাতে ধারণ বাজার এলাকায় দাঁড়ানো (ঢাকা মেট্রো-জ- ১১-১৮৬২) বাস গাড়িটি পুড়িয়ে দেয়ার অভিযোগে মামলা হয়। যার নং ১/২৯১ (০২.১২.২৩)। মামলায় প্রধান আসামি করা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীকে। দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের সদস্য মোঃ দিদার আলমকেও এ মামলায় আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম, দোলারবাজার ইউনিয়নের খাইরগাঁও গ্রামের সফিক মিয়া, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের কামাল আহমদ তালুকদার, আতিক মিয়া, ভুইগাঁও গ্রামের মুহিবুর রহমান মুহিব, অলিউর রহমান, শেওলা পাড়া গ্রামের ইমান আলী ও সিংচাপইড় ইউনিয়নের নতুন জিয়াপুর গ্রামের ওলিউর রহমান আলেক। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।