মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ৩:৫৯:১৫ অপরাহ্ন
সিলেট নগরীর মুহিবুর রহমান একাডেমিতে গত শনিবার অনুষ্ঠিত হলো “বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী ২০২৩। এতে চতুর্থ থেকে ৯ম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী ৫০টি বেশি প্রজেক্ট প্রদর্শনী করে।
এর মধ্যে ছিলো লবণপানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন, হাইড্রো-সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন, বঙ্গবন্ধু স্মার্টসিটি, টেকসিটি সিলেট, মিলিটারি রাডার সিস্টেম, মিনি রোবট, ডিপ ওয়াটার ইরিগেশন সিস্টেম, গ্যালাক্সি ও মহাকাশ, ইকো-ফ্রেন্ডলি শহর, প্রজেক্ট পানি দূষণ নিষ্কাশন ইত্যাদি।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মুহিবুর রহমান একাডেমির চেয়ারম্যান প্রফেসর মুহিবুর রহমান বলেন, একাডেমির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে যাচ্ছে। তাদের এ অর্জন একাডেমির জন্য গৌরবের এবং আগামীতে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে আরও নতুন নতুন সাফল্যের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একাডেমির অধ্যক্ষ রোটারিয়ান পিপি মোহাম্মদ শামছ উদ্দিন ও উপাধ্যক্ষ এ অর্জনকে দীর্ঘদিনের প্রশিক্ষণের ফসল হিসেবে উল্লেখ করে বলেন, একাডেমির সকল শিক্ষক আন্তরিকভাবে স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রজক্টে সবসময় সহযোগিতা করে থাকেন।
আগামীতেও মুহিবুর রহমান একাডেমি সেরা হবার লক্ষ্যে এগিয়ে যাবে এ কামনা করে একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী। এ অনুষ্ঠানের প্রজেক্ট সুপারভাইজার ছিলেন প্রভাষক তারেক আনোয়ার শিকদার।-বিজ্ঞপ্তি