দিরাইয়ে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ পিকআপ চালক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ২:৪৪:১৬ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দিরাইয়ে চারটি পিক-আপ ভ্যান ভর্তি ১০ লাখ টাকার ভারতীয় চিনিসহ চার চালককে আটক করেছে দিরাই থানা পুলিশ। রোববার দিবাগত ভোররাতে দিরাই পৌর সদরের দাউদপুর এলাকার পাশে দাঁড়িয়ে থাকাবস্থায় ১৬০ বস্তা চিনিসহ চারটি গাড়ি জব্দ করা হয়। এ ব্যাপারে দিরাই থানায় চারজন চালকসহ পাঁচজনের নামে একটি মামলা রুজু করা হয়েছে। দিরাই থানার পুলিশ ভারতীয় চিনি আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চারটি পিকআপ ভ্যানের মাঝে ১৬০ বস্তা চিনি নিয়ে চারজন চালক পৌর শহরের সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুলের বাসার সামনে (দাউদপুর) দাঁড়িয়ে থাকে। চালকরা জানিয়েছে, বিশ্বম্ভরপুর উপজেলা থেকে মালামালসহ চারটি পিক-আপ ভোরে দিরাই আসে। কথা ছিল বাজারে আসার পর দিরাই’র ব্যবসায়ী তাদের রিসিভ করবে। এর আগেই গোপন সংবাদে দিরাই থানার এস.আই তপন চন্দ্র দাস ফোর্সসহ চারজন চালক ও পিকআপ ভ্যানগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন।
আটককৃতরা হচ্ছে-বিশ্বম্ভরপুর উপজেলার সাতেরকোণা গ্রামের আব্দুল হাইয়ের পুত্র আল আমীন (২০), মাজাইর গ্রামের আব্দুল আলীর ছেলে সুজন মিয়া (২২), আলীপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোঃ মঞ্জিল মিয়া (৪২), পদ্মনগর গ্রামের রবীন্দ্র দেবনাথের ছেলে প্রান্ত দেবনাথ (৩৪)।
এদিকে, ভারতীয় চিনিসহ চারজন আটকের পর দিনভর দিরাই বাজারে ব্যবসায়ীদের মাঝে নানা সমালোচনা শোনা যায়। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে দিরাই উপজেলা বিভিন্ন বাজারে ও পাশের শাল্লা উপজেলার কয়েকজন চিহ্নিত ব্যবসায়ীর মাধ্যমে ভারতীয় চিনির রমরমা ব্যবসা চলছে। যার কারণে দেশীয় চিনি বাজারে পাওয়াই যায় না।
অভিযোগ রয়েছে, সরকারী দলের কতিপয় নেতার ছত্রছায়ায় এসকল ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে দেশীয় চিনির সংকট তৈরি করেন। ফলে দেশীয় চিনির দামে ভারতীয় কমদামের চিনি কিনতে বাধ্য ক্রেতাসাধারণ। অপরদিকে, সরকার হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ইতোপূর্বে চোরাইপথে আসা ভারতীয় চিনির ছোট দুয়েকটি চালান ধরা পরলেও অদৃশ্য কারণে কালোবাজারীর মূলহোতারা অধরাই থাকছে।
দিরাই থানার এস.আই তপন চন্দ্র দাস বলেন, ধৃত চারজন চালকসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।