দক্ষিণ সুরমায় ভূমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, ৪ জন আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৩, ৪:৫৩:৫৬ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : নগরীর দক্ষিণ সুরমা ৩০ নম্বর ওয়ার্ডে চান্দাইপশ্চিম টিওরগ্রামে ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে সিসিকে’র সাবেক কাউন্সিলরসহ ৫ জন আহত হয়েছেন।
জানা যায়, গত ৪ ডিসেম্বর চান্দাইপশ্চিম টিওরগাঁও গ্রামে বেলা ১টায় মৃত বশির আলীর ছেলে আমিনুল ইসলাম রিপন ও হুসনে আরা জেবা’র লোকজনের মধ্যে ভূমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের ২৫নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদসহ উভয়পক্ষের ৫ জন আহত হন।
এ ব্যাপারে হুসনে আরা জেবা’র পক্ষে দক্ষিণ সুরমা থানায় ও আমিনুল ইসলাম রিপনের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে সিলেট আদালতে মামলা দায়ের করেন।
মামলার পর হুসনে আরা জেবার মামলার ৪ আসামীকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন- বাহারুন নেছা (৬০), নাসিমা বেগম (৫০), আব্দুল হান্নান ও শহিদুল ইসলাম। উল্লেখ্য, ৭৮ ডেসিমেল ভূমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা রয়েছে।