জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৩, ৫:২১:০১ অপরাহ্ন

ডাক ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে ঢাকা-আউশকান্দি মহাসড়কের ধারাখাই নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাত ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জিয়াপুর গ্রামের আনা মিয়ার ছেলে নাহিদুল হক (১৮) ও একই গ্রামের আবাব মিয়ার ছেলে রাবিন আহমদ (১৮)। এছাড়া, এঘটনায় মকছুদ মিয়া (২০) নামক আরেক যুবককে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, তিন যুবক একটি মোটর সাইকেলে করে ছাতক থেকে জগন্নাথপুরের দিকে যাচ্ছিলেন। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ও ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের মধ্যখানের ধারাখাই কছুর গাঁও নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাহিদ ও রাবিন নামের দুই যুবক মারা যান। আর গুরুতর আহত হন মকছুদ। পরে স্থানীয়রা আহত মকছুদকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ছাতক ও জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়।