ডামি প্রার্থী হইনি, প্রত্যাহারের প্রশ্নই উঠে না : সরওয়ার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ১:২১:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন বলেছেন, দীর্ঘদিন থেকেই এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর সান্নিধ্য থেকে তাঁর নির্দেশনা অনুযায়ী সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। সে লক্ষ্যেই এবার এই আসনে আমি প্রার্থী হয়েছি। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এলাকার জনগণ আমার সঙ্গে আছেন। তাই বিজয়ী হওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমার রাজনৈতিক জীবনের শুরু থেকেই দেখছি শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তাঁর পথ অনুসরণ করে আমিও দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করছি। সুখে-দুঃখে সবসময় এলাকার মানুষের পাশে থেকেছি। মানুষের পাশে গিয়ে তাদের জন্য মায়া হয়ে গেছে, তাই পরিবারের সদস্যরা কানাডায় প্রতিষ্ঠিত হলেও আমি এলাকার মানুষের কাছে রয়ে গেছি। করোনা ভাইরাসের সংক্রমণের সময়, ভয়াবহ বন্যার সময় আমি এলাকাবাসীর পাশে থেকে তাদেরকে নানাভাবে সহায়তা করেছি।
সরওয়ার হোসেন এলাকার উন্নয়ন বঞ্চনার বিষয়টি তুলে ধরে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, যা দেখে বিদেশিরাও হিংসা করছে। কিন্তু সেই তুলনায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে উন্নয়ন হয়নি। এই এলাকার সংসদ সদস্য মন্ত্রী হয়েছেন কিন্তু মানুষ সেবা পায়নি। তিনি তিন বছর এলাকায় আসেননি। উন্নয়ন করেছেন নিজের মতো। মানুষ দেখেছে অন্যান্য উপজেলায় কতটা উন্নয়ন হয়েছে। কিন্তু গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে উন্নয়ন হয়নি। বিপদের সময় মানুষ তাকে কাছে পায়নি। তিনি বলেন, এলাকার মানুষের মাঝে আমাকে নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখেছি। প্রবাসীরাও আমাকে উদ্বুদ্ধ করেছেন। দলীয় সভাপতি শেখ হাসিনাও বলেছেন স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই। তাই মানুষের সেবা করতে প্রার্থী হয়েছি। আশা করি জনগণ আমাকে এগিয়ে নিয়ে যাবে। প্রার্থিতা প্রত্যাহার করবেন কি না এমন প্রশ্নের জবাবে সরওয়ার হোসেন বলেন, আমি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মতামত নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। ডামি প্রার্থী হইনি। তাই প্রার্থিতা প্রত্যাহারের প্রশ্নই উঠে না।