গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের উঠান বৈঠক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ১:২৫:৪৫ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কা ও মুহিবুর রহমান মানিকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ডিসেম্বর রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সাম্পাদক নুরুল হকের পরিচালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিক।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, চেয়ারম্যান গয়াছ আহমদ, ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরন, আওয়ামী লীগ নেতা সুন্দর আলী, হাজী কমর আলী, সিরাজ উদ্দিন, নাছির উদ্দিন মাস্টার, মন্তাজ আলী, ইসমাইল আলী, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ্র, এনামুল হক এনাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু বক্কর রাজা, সাবেক ছাত্রনেতা কাওছার আহমদ, জেলা ছাত্রলীগ নেতা মোস্তাকিম রায়হান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তজমুল হক রিপন, ইউনিয়ন সদস্য সুরেতাজ, ইয়াহিয়া প্রমুখ।
এছাড়াও বৈঠকে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের প্রতিটি সেন্টারে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে বক্তব্য রাখেন প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।