কেমুসাসের ১১৭৯তম সাহিত্য আসর
‘পাঠ ও সাধনার মাধ্যমে লেখকসত্তাকে জাগ্রত করতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ৪:২৪:৫১ অপরাহ্ন

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাস এর ১১৭৯ তম সাহিত্য আসর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমুসাস এর কার্যকরী পরিষদ সদস্য গল্পকার সেলিম আউয়াল। কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ফায়যুর রাহমানের সভাপতিত্বে আসরে আলোচনায় অংশ নেন কেমুসাসের সাবেক সহসাধারণ সম্পাদক সাবিনা আনোয়ার, কেমুসাসের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের ও শামীমা আক্তার ঝিনু।
সাহিত্য কর্মী কামাল আহমদের সঞ্চালনায় আসরে লেখা পাঠে অংশ নেন মাসুদা সিদ্দিকা রুহী, আলেয়া রহমান, সুরাইয়া পারভীন লিলি, সিরাজুল হক, তাসলিমা খানম বীথি, মকসুদ আহমদ লাল ও মুমিনুল ইসলাম। গান পরিবেশন করেন কণ্ঠ শিল্পী মালতী পাল ও ওবায়দুল মুন্সি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গল্পকার সেলিম আউয়াল বলেন, পাঠ ও সাধনার মাধ্যমে লেখক সত্তাকে জাগ্রত করতে হবে। সাহিত্য আসরকে কেন্দ্র করে লেখকদের মেলবন্ধন তৈরি হয়। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এই কাজটি করে যাচ্ছে। -বিজ্ঞপ্তি