স্মরণসভায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন
সিলেটের অসমাপ্ত উন্নয়নের সমাপ্তি টানতে আওয়ামী সরকারের কোনো বিকল্প নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৩, ১:১১:১৩ অপরাহ্ন

ডাক ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম ছিলেন এক অকুতোভয় সৈনিক। দেশের জন্য জীবন বাজী রেখে তিনি লড়াই করেছেন। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। দলের জন্য তার আনুগত্য অবিস্মরণীয়।
গতকাল শুক্রবার রাত ৮টায় নগরীর পাঠানটুলা এলাকায় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়ন বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। তার ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে সবাইকে নৌকার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেটের অসমাপ্ত উন্নয়নের সমাপ্তি টানতে আওয়ামী সরকারের কোনো বিকল্প নেই।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দেক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম নজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের দলীয় আনুগত্য ছিলো প্রশ্নাতীত। তিনি গত সিটি কর্পোরেশন নির্বাচনে আমার জন্য এবং নৌকার জন্য কঠোর পরিশ্রম করেছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। দোয়া করি তিনি যেনো জান্নাতবাসী হোন। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ কর্মী এবং একজন দেশ প্রেমিক মুক্তিযোদ্ধাকে হারালো।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তিনি বলেন, দল এবং দেশের জন্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের ত্যাগ উদাহরণ হয়ে থাকবে। তার জীবনের নানা দিক থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে। তিনি জাতির পিতার আদর্শে উজ্জীবিত এক সৈনিক ছিলেন।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস প্রমুখ।