সুনামগঞ্জ-সাচনা সড়কের অটোরিক্সা থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৩, ১:২৫:১০ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে সিএনজি চালিত অটোরিক্সা থেকে ছিটকে পড়ে অফিল উদ্দিন (৪০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত অফিল উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উমেদশ্রী গ্রামের সাহেব আলীর ছেলে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কের জগাইরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকালে দিনমজুর আফিল উদ্দিন একই ইউনিয়নের বড়ঘাট থেকে সিএনজি চালিত একটি অটোরিক্সায় করে বাড়ি যাচ্ছিলেন। অফিল উদ্দিন অটোরিক্সার সামনে বসা ছিলেন। সকাল ৯টায় সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কের জগাইরগাঁও এলাকায় পৌঁছুলে হঠাৎ অটোরিক্সা থেকে ছিটকে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) ওয়ালী আশরাফ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে বলেও জানান ওসি তদন্ত।