লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন’র অভিষেক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৩, ১:৫৯:৫০ অপরাহ্ন
যুক্তরাজ্যে কারী শিল্পের প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) এর ২০২৩-২৫ বর্ষের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক অতিথি অংশগ্রহণ করেন।
বিবিসি এশিয়া নেটওয়ার্কের জনপ্রিয় উপস্থাপক নাদিয়া আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিসিএর নব-নির্বাচিত সভাপতি ওলী খান এমবিই।
বক্তব্য রাখেন সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, চীফ ট্রেজারার টিপু রহমান ও বিদায়ী প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই, সাবেক প্রেসিডেন্ট এম এম কামাল ইয়াকুব ও পাশা খন্দকার এমবিই।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেইন,এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বকস, ইউকেবিসিসিআই এর চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই, বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যের কমার্শিয়াল কাউন্সিলর তানভির আজিম, এশিয়ান কারী এওয়ার্ড এর ফাউন্ডার ইয়ায়ুর খান, আরর্থা এওয়ার্ড এর ফাউন্ডার এম এ মুয়িম সালিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বিসিএ বৃটেনের মূলধারায় বাংলাদেশী কারীর উজ্জ্বল দিকগুলো তুলে ধরে বাংলাদেশী কারী ব্রান্ডি এ ভূমিকা রাখছে। নানাবিদ সংকট থাকলেও বৃটেনের খাবার সংস্কৃতিতে বাংলাদেশী ক্যাটারার্সদের আরও বড় ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় প্রবৃত্তিতে অনেক বেশী অবদার রাখার যথেষ্ট সুযোগ রয়েছে। বাস্তব ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে মূলধারায় আমরা আরও উজ্জ্বল অবস্থানে জায়গা করে নেয়া সম্ভব।
অনুষ্ঠানে নির্বাচিত বিসিএ কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। বিদায়ী প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিইকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিসিএর সভাপতি ওলী খান এমবিই, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী ও চীফ ট্রেজারার টিপু রহমান।
পরে নব-নির্বাচিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।-বিজ্ঞপ্তি