দিরাইয়ে নিখোঁজ যুবকের হাত পা বাঁধা লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ২:০১:২০ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দিরাইয়ে নিখোঁজের পাঁচদিন পর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুজিত বর্মন (৩০)। সে করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের শ্যামা বর্মণের ছেলে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায় স্থানীয়দের থেকে খবর পেয়ে দিরাই থানা পুলিশ ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানা পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, সুজিত বর্মণ গত ৫ দিন আগে নিখুঁজ হলেও কেউ খোঁজাখুঁজি করেনি বা কাউকে জানানো হয়নি। শনিবার সকালে গ্রামের লোকজন চানপুর (জয়নগর) সংলগ্ন নদীতে অজ্ঞাত যুবকের একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এসময় সুজিতের পরিবারের লোকজন লাশটি দেখেও সনাক্ত করতে পারেনি। দিনভর প্রচার হয় অজ্ঞাত লাশ হিসেবে। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করার সময় হাত পা বাঁধা ও মুখে কস্টেপ মুড়ানো দেখতে পেয়ে এটি হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করে। এরপর মরদেহটি চানপুর গ্রামের শ্যামা বর্মণের ছেলে নিখোঁজ সুজিত বর্মণের বলে সনাক্ত করা হয়। গ্রামবাসী জানায়,সুজিত বর্মণ মোবাইলের মাধ্যমে ফেইসবুকসহ বিভিন্ন গেইম খেলায় আসক্ত ছিল এবং তার সমবয়সীদের নিয়ে গ্রামের সখি বর্মণ নামের একজনের বাড়িতে দিনরাত আড্ডা দিত।
দিরাই থানার ওসি কাজি মুক্তাদির হোসেন বলেন, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে ভাসমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতেল প্রেরণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল শহিদুল ইসলাম মুন্সি বলেন, মরদেহের আলামত দেখে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।