সিলেটে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ২:০৮:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ পালিত হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো, র্যালি, মানববন্ধন, আলোচনা সভা, দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ইত্যাদি। সিলেট জেলা দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও গণস্বাক্ষর কার্যক্রম পরিচালিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করা আমাদের নাগরিক দায়িত্ব ও কর্তব্য। সকল ধর্মে অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা বলা হয়েছে। তাই আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির প্রতিবাদ করব। সমাজের প্রতিটি পর্যায়ে আমাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, দুর্নীতি প্রতিরোধে সরকারি অফিসগুলোতে গণশুনানির আয়োজন করা হয়, যেখানে সেবা গ্রহিতারা সরকারি অফিসের সেবার স্বচ্ছতা ও মানদন্ড নিয়ে আলোচনা করতে পারে। কোথাও সরকারি সেবা গ্রহণে বিলম্ব বা হয়রানির শিকার হলে সর্বোচ্চ পর্যায়ে জানানোর সুযোগ পায়।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুঃ মাসুদ রানা, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক এস এম মফিদুল ইসলাম, জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপপরিচালক মোঃ জাভেদ হাবীব এবং বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক এসএম মফিদুল ইসলাম।
এদিকে, বিভিন্ন কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার তথ্য অধিকার আইন, গণশুনানিসহ বিভিন্ন আইনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে কাজ করায় বর্তমানে দুর্নীতির পরিমাণ অনেকটা কমে গেছে। ভূমি নামজারি সহ সরকারি প্রায় সকল সেবা এখন অনলাইনে নেয়া যায়। তাই সাধারণ জনগণকে সরকারি সেবা গ্রহণে দালালদের কবলে পড়তে হয় না। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনে আমাদের সকলকে সম্মিলিতভাবে দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে।
দক্ষিণ সুরমা : দক্ষিণ সুরমা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদে আলোচনা সভার দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড মাখন চন্দ্র সুত্রধর, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আব্দুল কাইয়ূম মাস্টার। আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ রইছ আলী, আব্দুল হাই,মোঃ উছমান আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সদস্য এম সারওয়ার হোসেন সৌরভ সহ দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সততা সংঘের সদস্য ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সততা সংঘের সভাপতি ইকরা জান্নাত ও সহ-সভাপতি মুনতাহা ইসলাম স্নেহা।
কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কোম্পানীগঞ্জে দিবসটি উপলক্ষে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার)। শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। বক্তব্য দেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়জুর রহমান মাস্টার, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা স্কাউটস সম্পাদক আমিনুর রহমান জসিম, কাঁঠালবাড়ি আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সামসুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য এমাদ উদ্দিন, মোঃ ছদরুদ্দিন, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, শিক্ষক হোসাইন আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মারজান আহমদ প্রমুখ।
ফেঞ্চুগঞ্জ : ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ফেঞ্চুগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা। ফেঞ্চুগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মামুনুর রশীদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল। ইমাম কারী ইকবাল হোসেনের পবিত্র কোরআন তেলোয়াত ও কবি ছন্দা রানী চৌধুরীর গীতা পাঠের মাধ্যমে শুরুতে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবি হাজী মোফজ্জিল আলী, ইউপি সদস্যা ডালিয়া বেগম, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না।
তাহিরপুর : তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে এ উপলক্ষে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। সহকারী প্রোগ্রাম ইমরান হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, তাহিরপুর বলিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার, এসআই হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির প্রোগ্রাম অফিসার মহসিন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।
বিশ্বম্ভরপুর : বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান এবং দুদকের পতাকা উত্তোলন করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। পরে উপজেলা প্রশাসনের সামনের সড়কে ব্যানার, ফেস্টুনসহ সর্বস্তরের লোকজনের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর ওসমানী। আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবদুল হান্নান ও আবুল খায়ের প্রমুখ।
নবীগঞ্জ : নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, নবীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি তনুজ রায়ের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন-দুর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক ফয়জুর রব পনি। এতে প্রধান অতিথি ছিলেন-নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল ও রাকিল হোসেন, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সহকারী প্রোগ্রামার কাজী মইনুল হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি কাঞ্চন বণিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক অজয় ধর, নিতাই আচার্য্য, হিরা মিয়া গার্লস স্কুলের শিক্ষার্থী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।