যুক্তরাজ্য যুবলীগ নেতা রাজু’র পিতা ডা. আবুল হাসিমের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ২:৩৮:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক অন্যতম নেতা ও জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম রাজু’র পিতা, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর কিশোরপুর নিবাসী (বর্তমানে জগন্নাথপুর পৌরশহরের অধিবাসী) ডা. আবুল হাসিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার দুপুরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ রোববার বাদ যোহর হবিবপুর ও কেশবপুর ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা ও পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
এদিকে, যুক্তরাজ্য যুবলীগ নেতা আবুল কালাম রাজু’র পিতার মৃত্যুতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সিলেট প্রেসক্লাব সদস্য ও দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার এনামুল হক রেনু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব ও কোষাধ্যক্ষ আব্দুল হাই’সহ বিভিন্ন সংগঠন ও নানা মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
শোক প্রকাশকারীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।